• ঢাকা বৃহস্পতিবার
    ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৯:৪৯ পিএম

জয়পুরহাটে ব্যাংক ব্যবস্থাপকের বদলীর প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

আদালত প্রতিবেদক

জয়পুরহাট কৃষি উন্নয়ন ব্যাংকের দোগাছি শাখার ব্যবস্থাপক মেহেদী হাসানকে বদলীর প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রাহকরা।

রোববার দুপুরে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুঠিবাড়ি এলাকায় ওই ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন দুই শতাধিক গ্রাহক। তবে ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেননি।

এ সময় গ্রাহকরা বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়পুরহাট সদর উপজেলার দোগাছি শাখায় যোগদানের পর এলাকার দরিদ্র দোকানী, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা করোনা পরবর্তীকালে দুরাবস্থায় পতিত হন। এরই মাঝে এই ব্যাংক শাখায় যোগদানের পর শাখা ব্যবস্থাপক এলাকার অসহায় এ সব মানুষদের হয়রানীমুক্ত ক্ষুদ্র ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে নিরলশ সহযোগীতা করে যাচ্ছেন।

কিন্তু গত বছরের ১০ আগস্ট এ ব্যাংক শাখায় যোগদান করা ব্যবস্থাপক মেহেদী হাসানকে অল্প সময়ের ব্যবধানে অন্যত্র বদলী করায় এই এলাকার দরিদ্র গ্রাহকরা অনিশ্চয়তার মধ্যে পরবেন। তাই তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে অসহায় গ্রহকসহ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করছেন বলেও জানান তারা।

আর্কাইভ