• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ডোমারে ক্যানেলের পাশে মিললো নবজাতকের মরদেহ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৬:৪৫ পিএম

ডোমারে ক্যানেলের পাশে মিললো নবজাতকের মরদেহ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ক্যানেলের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটির মকবুলের ডাঙ্গা ক্যানেলের পাশে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

চিলাহাটি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে ওই ক্যানেলের পাশে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ‘হয়তো কেউ গর্ভপাত করে রাতের অন্ধকারে ওই এলাকায় ফেলে রেখে যায়। এখনও তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ