• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শরণখোলায় শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:১৭ পিএম

শরণখোলায় শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সম্পন্ন

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার এ উপজেলার চারটি ইউনিয়নে ২৩টি দুর্গামণ্ডপ তৈরি করা হয়েছে। 

শরণখোলার রায়েন্দা বাজার কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, শরণখোলায় এ বছর ২৩টি দুর্গামণ্ডপ করা হয়েছে। এর মধ্যে ধানসাগর ইউনিয়নে ৬টি, খোন্তাকাটা ইউনিয়নে ২টি, রায়েন্দা ইউনিয়নে ১০টি এবং সাউথখালী ইউনিয়নে ৪টি মণ্ডপ নির্মিত হয়েছে। ইতোমধ্যে পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে গোপাল কর্মকার জানিয়েছেন। 

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘শরণখোলায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকল মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত থাকবে।’

সরকার থেকে প্রতি মণ্ডপে ৫’শ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দুর্গা মণ্ডপে নগদ ২ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।

এএল

আর্কাইভ