• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভারতের আশ্রয়কেন্দ্রে বাংলাদেশি ৫০ জেলের অনশন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:৩৫ পিএম

ভারতের আশ্রয়কেন্দ্রে বাংলাদেশি ৫০ জেলের অনশন

ফাইল ছবি

শরণখোলা প্রতিনিধি

ভারতের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়া বাংলাদেশের ৯০ জেলের মধ্যে ৪০ জনের দেশে ফেরতের ছাড়পত্রের খবরে অপর ৫০ বাংলাদেশি জেলে কাকদ্বীপ আশ্রয়কেন্দ্রে অনশনে বসেছেন বলে খবর পাওয়া গেছে। এ সব জেলেদের দেড় মাস আগে সাগরে ভাসমান অবস্থায় ভারতীয় জেলেরা উদ্ধার করেছিল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভারতের কলকাতা থেকে ‘ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের’ সেক্রেটারি জয় কৃষন হালদার মুঠোফোনে জানান, প্রায় দেড় মাস যাবত পশ্চিমবঙ্গের তিনটি আশ্রয়কেন্দ্রে থাকা ৯০ বাংলাদেশি জেলের মধ্যে ৪০ জন জেলেকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব অরুনিমা দে স্বাক্ষরিত এক নোটিশ জারি করা হয়েছে। ৪০ জেলের ছাড়পত্রের খবর জানতে পেরে সে দেশের কাকদ্বীপে আশ্রয়কেন্দ্রে থাকা অপর ৫০ জন বাংলাদেশি জেলে বৃহস্পতিবার দুপুরে অনশনে বসেন। ওই জেলেদের অনশনে বসার খবর পেয়ে কাকদ্বীপ মহকুমার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে অনশনরত জেলেদের শিগগির দেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের অনশন ভঙ্গ করান বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের সাউথ সুন্দরবন ফিশারমেনের ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি হারাধন ময়রা এবং কাকদ্বিপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সেক্রেটারি মেঘনাথ দাস দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশি জেলেদের ফিরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, ‘বাংলাদেশি জেলেরা খুবই মানসিক কষ্টে রয়েছেন এবং তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। এ সব জেলেদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুর জেলায় বলে জানা গেছে। এদের থাকা খাওয়ার তত্ত্বাবধান করছেন পশ্চিমবঙ্গের চারটি মৎস্যজীবি সংগঠন।’

গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি অনেক ফিশিংবোট সাগরে ডুবে যায়। ভারতীয় জেলেরা ও সে দেশের কোস্টগার্ড ভারতীয় জলসীমায় সাগরে ভাসমান মোট ১২২ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করে। এদের মধ্যে ৩২ জনকে ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড।

 

আর্কাইভ