• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৭:১৪ এএম

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে কাকলী ইয়াসমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কুরুয়া বাজারের সেলিম মিয়ার স্ত্রী ও চিথলিয়া কাড়ারপাড় এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।

নিহতের পরিবারের জানায়, শুক্রবার দুপুরে পাঁচ বছরের কন্যাসন্তান সামিয়া, তার মা কাকলী ইয়াসমিন ও স্বামী সেলিম মিয়া মোটরসাইকেলে শেরপুর সদরের বাজিতখিলার সুলতানপুর আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যায়। দাওয়াত শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে মোটরসাইকেলে রওনা দেন তারা। 

এসময় শ্রীবরদীর কুরুয়া ভাটিপাড়া এলাকায় আসলে ওই মোটরসাইকেলের চাকার সাথে কাকলী ইয়াসমিনের ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হুমায়ুন কবির বলেন, ‍‍`আমাদের কোন দাবি নাই, মেয়ের মরণ ছিলো হয়তো এভাবেই।‍‍`

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‍‍`ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।‍‍`

 

এসএএস

আর্কাইভ