• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে ৬০ মেট্রিক টন বিস্ফোরক এসেছে

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৬:১০ পিএম

বেনাপোল বন্দরে ৬০ মেট্রিক টন বিস্ফোরক এসেছে

যশোর প্রতিনিধি

বেনাপোল বন্দরে আমদানী করা ৬০ মেট্রিক টন বিস্ফোরক এসে পৌঁছেছে। এই বিস্ফোরক মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর পাথর ভাঙ্গার কাজে ব্যবহার হবে। এই বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৪ টি ট্রাকে এ বিস্ফোরক দ্রব্যের চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে।

বন্দর সূত্র জানায়, এক লাখ ৯৭ হাজার ৪০০ ডলার মূল্যে ৬০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করেছে।

বিস্ফোরক চালান খালাসের জন্য কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে মেসার্স নাজমুল ব্রাদার্স নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। এরপর ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর পাথর ভাঙ্গার কাজে ব্যবহারের জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এবি/এসএএস

আর্কাইভ