• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

মাগুরায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করায় পুত্র আটক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৬:৩৪ পিএম

মাগুরায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করায় পুত্র আটক

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ৮০ বছরের বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখমের অভিযোগে পুত্র সেলিম শেখ (৪০) কে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের মশে-চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ ওই পিতার নাম তাইজুদ্দিন শেখ। বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ও রয়েছে পুত্র সেলিম শেখের বিরুদ্ধে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জোরপূর্বক বাড়ির সুপারিগাছ থেকে সুপারি পাড়ার চেষ্টা করে ওই যুবক। এতে বৃদ্ধ পিতা নিষেধ করলে পিতার উপর ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় বৃদ্ধের পায়ে বাটামের আঘাতে গুরতর জখম ও কান দিয়ে রক্ত বের হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জাব্বারুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর অভিযুক্ত সন্তান সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ