• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

চুয়াডাঙ্গায় তিনশ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৮:১৩ পিএম

চুয়াডাঙ্গায় তিনশ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তিনশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মাসুদুর রহমান রানা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের কবরস্থান এলাকা থেকে আটক করে পুলিশ। আটক মাসুদুর রহমান রানা দক্ষিণচাঁদপুর গ্রামের মাঝের পাড়ার ফজল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার আওতাধীন দর্শনা-হিজলগাড়ী রাস্তার দক্ষিণ চাঁদপুর কবরস্থানের সামনে থেকে তিনশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, মোটরসাইকেলসহ মাসুদুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে জনসম্মুখে বস্তার ভিতর থেকে তিনশ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
 

তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

এসএই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ