• ঢাকা বৃহস্পতিবার
    ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার স্বর্ণ জব্দ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৩:০৬ এএম

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার স্বর্ণ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া কাকডাংগা সীমান্ত থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম কেজি ওজনের ১৬টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবে. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি‍‍’র একটি বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার উপর চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারকালে এক কোটি ষাট লাখ উনচল্লিশ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার এবং ১টি ইজিবাইকসহ স্বর্ণ পাচারকারী মো. অহিদুজ্জামানকে গ্রেফতার করে।

আটককৃত স্বর্ণ পাচারকারীকে ইজিবাইকসহ কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি ।

 

এসএএইচি/এএল

আর্কাইভ