• ঢাকা সোমবার
    ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৮:০৮ পিএম

সৈয়দপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

নীলফামারী প্রতিনিধি

দারুন উদ্দীপনায় নীলফামারীর সৈয়দপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন হচ্ছে। শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় শহরের গির্জাগুলোতে বেজে ওঠে ঘন্টাধ্বণী। এরপর শুরু হয় প্রভু যীশুর বন্দনায় কীর্তন গান।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে শহরের ক্রীইষ্ট ও ক্যাথলিক চার্চে প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়। গির্জাগুলোতে প্রভূর ভোজ ও কেক কাটা হয়। ক্রীইষ্ট প্রার্থণা পরিচালনা করেন পুরোহিত মার্টিন হীরা মন্ডল ও ক্য্থলিক চার্চে প্রার্থণা পরিচালনা করেন ফাদার যোশেফ মূর্ম। প্রার্থণায় দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়।

শহরের নতুন বাবুপাড়া, সাহেবপাড়া, বাঁশবাড়ি এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের বাড়িতে ক্রিষ্টমাস ট্রি সাজানো হয়। প্রতিটি বাড়িতে তারক ঝুলতে দেখা যায় এবং মিষ্টি, কেক বিতরণ করেন প্রতিবেশীদের মাঝে। খ্রিষ্টান মিশন ও সিস্টার অব চ্যারিটিতে সাজানো হয় যীশু খ্রিষ্টের জন্মস্থান বেথেলহেমের আদলে প্রতিকী চিত্র।
খ্রিষ্টান তরুণী প্রিয়াংকা মল্লিক স্টালিন বলেন, বড় দিনে খুব মজা করছি। বন্ধুদের কাছ থেকে অনেক উপহার পেয়েছি এবং দিয়েছি। বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
 

সজিব/

আর্কাইভ