• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৪:৪৩ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

দেশজুড়ে ডেস্ক

সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া ফেরি বন্ধের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২৫ ডিসেম্বর) রাত থেকে নদীপথে কুয়াশা বাড়তে থাকে। তবে ভোরের দিকে কুয়াশা ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ ছাড়া কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে কোনো ফেরি ছাড়েনি। এরই মধ্যে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

 

সজিব/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ