• ঢাকা রবিবার
    ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৪টি সোনার বারসহ আটক ১

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০১:৩৬ এএম

চুয়াডাঙ্গায় ৪টি সোনার বারসহ আটক ১

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা মেমনগর স্কুলের সামনে থেকে ২৫ ভরি সোনাসহ হৃদয় (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় চুয়াডাঙ্গার দামুড়হুদার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

international news | Gold bar rescued from rectum of a plane passenger in  Dhaka dgtl - Anandabazar

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এসময় একটি মোটরসাইকেলকে থামার জন্য সিগনাল দিলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় হৃদয় তার কাছে থাকা একটি ব্যাগ পাশের ডোবায় ফেলে দেয়।

পুলিশ তল্লাশি করে ডোবা থেকে ব্যাগটি উদ্ধার করে। পরে এটির ভেতরে ৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ২৯৫ গ্রাম।

আটক সোনার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

আর্কাইভ