• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হিরো আলম : প্রমাণ করব আমাকে হারানো হয়েছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১২:৪৩ এএম

হিরো আলম : প্রমাণ করব আমাকে হারানো হয়েছে

হিরো আলম

দেশজুড়ে ডেস্ক

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে বগুড়া-৪ আসনে ১৯ হাজার ৫৭১ ও বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন তিনি। কোনো আসনেই জয় লাভ করতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ব্যক্তি।

একতারা প্রতীকে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে তার প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোটে জয়ী হন। মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন হিরো আলম। তবে এই হারকে ‘হার’ মানতে নারাজ তিনি।

সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। ভোট চুরি হয়নি, তবে ফলাফল চুরি হয়েছে। কেন্দ্রের ফলাফল নির্বাচনী এজেন্টদের কাছে সরবরাহের কথা থাকলেও কিছু কেন্দ্রে এজেন্টদের কাছে ফলাফল সরবরাহ করা হয়নি। নন্দীগ্রাম উপজেলায় স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণার সময় ৪৯ কেন্দ্রের মধ্যে ১ থেকে ৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রেভিত্তিক ঘোষণায় একতারার বিজয় নিশ্চিত হওয়ায় কিছুক্ষণ পর বাকি ১০ কেন্দ্রের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা না করেই জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেনকে বিজয়ী ঘোষণা করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন হিরো আলমের।

নির্বাচনে ফলাফল পাল্টিয়ে অন্যায় করা হয়েছে। তাকে হারানোর বিষয় তথ্যের মাধ্যমে প্রমাণ করবেন বলে সিটি নিউজ ঢাকাকে কে জানালেন হিরো আলম। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বলেন, ‘আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। আমি তথ্যের মাধ্যমে প্রমাণ করে দেব এ কথা।’

হিরো আলম বলেন, ‘আজ নির্বাচনী অফিসে গিয়েছিলাম। সেখান থেকে দুই আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফলের তালিকা দেয়া হলো আমাকে। আদালতে রিট করব বলে তালিকাগুলো আনার জন্য গিয়েছিলাম।’

হিরো আলমের দুই আসনে নির্বাচন ও অল্প কিছু সংখ্যক ভোটে পরাজয়কে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তার স্বপ্ন পূরণের এই যাত্রাকে শুভ কামনাও জানাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটগ্রহণ নিয়ে তো বলার কিছু নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।’

ভোটের আগে নির্বাচনী মাঠে নিরাপত্তা, সবাইকে ভোটে অংশ নেয়ার মতো পরিবেশ ও সুষ্ঠু ভোটের জন্য একাধিকবার কথা বলেছেন আলোচিত-সমালোচিত এই ব্যক্তি। রাজনৈতিক দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনে প্রার্থী হওয়া থেকে ভোটগ্রহণ পর্যন্ত কোনো বাধা-প্রতিবন্ধকতা ছিল কিনা জানতে চাইলে স্পষ্ট করে বলেন, ‘এ রকম কিছু হয়নি এই নির্বাচনে। আমি নিজের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছি।’

আর্কাইভ