 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৩:৫৭ এএম
 
                 ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী শিমুল বিশ্বাস ওরফে জাফরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, বড় ভাবির সঙ্গে পরকীয়ার বিষয়টি জেনে ফেলায় ২০১৩ সালের ১৩ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার উত্তর বেলাট দৌলতপুর গ্রামের শিমুল বিশ্বাস ওরফে জাফর তার স্ত্রী শম্পা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ বেরিয়ে এলে নিহতের বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ মার্চ স্বামী জাফরকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক অভিযুক্ত শিমুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ‘আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।’
 
সাজেদ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      