• ঢাকা মঙ্গলবার
    ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাচারের উদ্দেশ্যে রাখা ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:০৯ পিএম

পাচারের উদ্দেশ্যে রাখা ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পাচারের উদ্দেশ্যে রাখা দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিবিজি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা বলে দাবি তাদের।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চকচণ্ডি বিওপির সীমান্ত পিলারে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে চকচণ্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টি পাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি উদ্ধার করা হয়। একটি মূর্তির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। আপর মূর্তির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।
এ ছাড়াও একই জায়গা থেকে রাত সাড়ে ৭টার দিকে একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার ওজন ৪৫ কেজি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

এনএমএম/

আর্কাইভ