 
              প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:২৮ পিএম
 
                 
                            
              নাটোরে ফরহাদ খন্দকার (৩২) নামে এক কুলি শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার হয়বতপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরহাদ একই এলাকার মসলুর উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে ফরহাদ কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। পরে ফরহাদের স্ত্রী লুৎফুন্নাহার তাকে খুঁজতে বের হয়ে বাড়ির পাশের স্কুলের শহীদ মিনারের পাশে ফরহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত ব্যক্তিরা ফরহাদকে গুলি করে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বিগত কয়েকমাস আগে প্রতিবেশীর বউ নিয়ে পালিয়ে গিয়েছিলেন ফরহাদ। সেই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএল/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      