 
              প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০২:০৬ এএম
-20230409140627.jpg) 
                 
                            
              সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ৯ জনকে আটক করেছে র্যাব-৬ । বোরবার (৯ এপ্রিল) তাদেরকে পাটকেলঘাটা থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার (৮ এপ্রিল) রাত ৮টায় তালার ধানদিয়া ইউনিয়নের পাচপাড়া গ্রামে পলাতক আসামি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, মো. সোহাগ সরদার (২৮), মো. কবিরুল ইসলাম (৩৯), মো. আমিনুল ইসলাম (৩৭), মো. আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), মো. রফিকুল ইসলাম (৩৮) ও মো. আজগর আলী (১৮)। সবাই ধানদিয়া ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, পলাতক আসামি সম্পর্কে ধানদিয়া ইউনিয়নে র্যাবের কয়েকজন সদস্য সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে বাধা দেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন। এসময় র্যাবের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলমসহ ৯ জনকে আটক করে নিয়ে আসে।
                      
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      