 
              প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৫:১৪ পিএম
-20230509051454.jpg) 
                 
                            
              চট্টগ্রাম নগরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে দুই যুবক নিহত হয়েছে। সোমবার (৮রা মে) সন্ধ্যা ৮টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)। এদের একজন রিকশা চালক, অপরজন মোটর রিকশা গ্যারেজের শ্রমিক।
জানা গেছে, নারী সংক্রান্ত বিষয়ে বাকবিতণ্ডা থেকে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। পরে মাসুম ও সবুজকে পায়ে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাসুম ও সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় বিটেক এলাকায় এক যুবক ও তরুণী কথা বলছিল। এ সময় অন্য কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয় পক্ষ আপস করেছিল। পরে আবার দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়।
বিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      