• ঢাকা শুক্রবার
    ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিদ্যালয়ে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১২:০৯ এএম

বিদ্যালয়ে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

সিটি নিউজ ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক স্কুলের শ্রেণিকক্ষ ঘেঁষে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷

এই বজ্রপাতে এক শিক্ষক এবং ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন দুপুর ১টা পর্যন্ত অচেতন ছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাশরুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় এক শিক্ষক ও ১১  শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্পিডবোটে ৯ শিক্ষার্থীকে পাঠানো হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ