 
              প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৯:৪২ পিএম
 
                 
                            
              পৌর সভায় পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দর্শনা পৌর সভার আয়োজনে দর্শনা সরকারী কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌর সভার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ সরকারী বিভিন্ন সুযোগ সুবিধাভোগীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। মাতৃত্বকালীন, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতাসহ সকল ভাতার আওতায় থাকা অসহায় মানুষদের সাথে এ মতবিনিময় করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। ভাতাভোগী প্রায় ৫ হাজার ৩৩ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জীবননগর উপজেলা চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দর্শনা পৌর সভার মেয়র আতিয়ার রহমান হাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      