• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৮:৩৯ পিএম

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীর নাম অংশে হ্লা মারমা (১৭)। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারানগিরি মৌজা হেডম্যান (প্রথাগত প্রতিনিধি) উবাথোয়াই চৌধুরী। তিনি জানান, গবাদি পশুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থী বন্য হাতির সম্মুখে পড়ে যায়। সে সময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী ছেলেটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।

রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ‘আমিও খোঁজ নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। সীতাপাহাড়ের  জগনাছড়ির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ ও বন বিভাগকে জানানো হয়েছে।’

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম জানান, খবর শুনেছি। ঘটনাস্থলটি বেশ দুর্গম, সেখানে পুলিশ যাচ্ছে। তারা থানায় আসার পর বিস্তারিত জানানো যাবে।

 

জেকেএস/

আর্কাইভ