• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পুকুরে মিলল ২ কেজির ইলিশ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ১০:০৩ এএম

পুকুরে মিলল ২ কেজির ইলিশ

সিটি নিউজ ডেস্ক

ভোলার চরফ্যাশনে পুকুরে মিলল ২ কেজি ওজনের ইলিশ মাছ। মঙ্গলবার দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের বাইরে এক কৃষকের পুকুরে মাছটি ধরা পড়ে।

পুকুরের মালিক মো আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধের বাইরে ১২ শতাংশ জায়গাজুড়ে আমার পুকুর। এ পুকুরে প্রতি বছরই শীত মৌসুমে মাছ ধরা হয়। তাই এবারও ঝাঁকি জাল দিয়ে আমরা
মাছ ধরতে পুকুরে নেমে জাল টানলে বিভিন্ন প্রজাতির মাছসহ ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে।

পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়। পরে ইলিশ মাছটা আমরা ও স্বজনদের মধ্যে ভাগ করে নিয়েছি।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন না। মূলত বর্ষা মৌসুমে বেড়িবাঁধের বাহিরে ঘের ও পুকুরে জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশের পোনা পুকুরে এসেছে। তাই পুকুরে ইলিশ মিলেছে।

আর্কাইভ