 
              প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৪:৩০ পিএম
 
                 
                            
              ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে শারমিন আক্তার (১৭) পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার মা শাহনাজ বেগমের দাবি, সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিল।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহির বলেন, দুই তরুণীর পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশ খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করে।
আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, দুই তরুণীই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে একই সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      