 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৯:৪১ এএম
 
                 
                            
              ভোলার চরফ্যাশনে আসমা বেগম নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূ মারা যান। এ সময় মরদেহ হাসপাতালের বেডে রেখে পালিয়ে যান তার স্বামী।
নিহত আসমা বেগম শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের পশ্চিম এওয়াজপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে এবং চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের বাসিন্দা আজাদ হোসেন মাঝির স্ত্রী।
নিহতের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, মঙ্গলবার বোনের জামাই বোনকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন। পরে অবস্থার বেগতিক দেখে তাকে হাসপাতালে নিয়ে যান। রাতে বোন আসমা মারা গেলে তার মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি।
শশীভূষণ থানার ওসি এনামূল হক জানান, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      