• ঢাকা শুক্রবার
    ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

৩৯ বিসিএসে চাকরি, বাবা বিএনপি করায় ৫ বছর পর প্রজ্ঞাপন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৭:২৪ পিএম

৩৯ বিসিএসে চাকরি, বাবা বিএনপি করায় ৫ বছর পর প্রজ্ঞাপন

নাটোর প্রতিনিধি

বাবা বিএনপি করার কারণে ছেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডার হওয়ার পরও প্রজ্ঞাপন জারি প্রায় ৫ বছর আটকে থাকে। অবশেষে ৪ বছর ৯ মাস পর প্রজ্ঞাপন প্রকাশ করা হয় তার নামে। এতে পরিবারে বইছে খুশির বন্যা।

জানা যায়, বাবা মো. আমজাদ হোসেন নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন পৌরসভার মেয়রও। তার দ্বিতীয় পুত্র আশিক ইকবাল রুবেল। ছাত্র হিসেবে মেধাবী ছিলেন তিনি। ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। এসএসসি ও এইচএসসিতে ভাল ফলাফল করেন। শহীদ মুনছুর আলী মেডিকেল কলেজ থেকে সুনামের সাথে এমবিবিএস পাশ করেন। ২০১৯ সালে স্বাস্থ্য ক্যাডার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন; কিন্তু প্রজ্ঞাপনে তার নাম লেখা হয় না।

জানতে চাইলে বাবা আমজাদ হোসেন বলেন, নাটোর জেলায় একমাত্র তার ছেলের চাকরি আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক কারণে তার পরিবার তথা ছেলের অনেক ক্ষতি হয়েছে। নোংরা রাজনীতির হাত থেকে এ দেশের মানুষ বাঁচতে চায়।

ভুক্তভোগী ডা. আশিক ইকবাল রুবেল বলেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নেই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কাউকে দোষারোপ করতে চাই না। অবশেষে হয়েছে এতে তিনি খুশি বলে জানান।

আর্কাইভ