• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৯:৫৭ এএম

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৌনে ১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়।

চন্দনকে ধরতে চট্টগ্রামের ডিবি পুলিশ গত কয়েকদিন ভৈরব এলাকায় অবস্থান করছিল। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবি জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন।

পুলিশ জানায়, ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে ভৈরব মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল চন্দনের।

সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নেমে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। পরে পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানায় জানানো হয়েছে।

চট্টগ্রাম থেকে পুলিশ এলেই আসামি চন্দনকে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১নং আসামি চন্দন। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ