• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

এবার এস আলমের বিরুদ্ধে নারী ব্যবসায়ীর প্রতারণা মামলা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:২৪ পিএম

এবার এস আলমের বিরুদ্ধে নারী ব্যবসায়ীর প্রতারণা মামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের এক নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা প্রতারণার মাধ্যমে  হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের কর্নধার সাইফুল আলম মাসুদ ও তার সহকারী আজিজের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাজমে নওরোজ। তিনি নগরের লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সাথে তাঁর পরিচয় হয়। সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তাঁর মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়।

২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়। ইতিমধ্যে সাইফুল আলমের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সাথে পরিচয় করিয়ে দেন। আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়।মামলার বাদী নাজমে নওরোজ জানন, ‘টাকাগুলো ফেরত চাইলে বিভিন্ন সময় আমাকে গুম ও খুনের হুমকি দিতেন আকিজ।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাইফুল আলম মাসুদ আর দেশে ফিরে আসেননি। তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। আর পলাতক রয়েছেন আকিজ উদ্দিন। এ কারণে দুজনের বক্তব্য পাওয়া যায়নি।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ