 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১০:৫৭ পিএম
 
                 
                            
              আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান এর নেতৃত্বে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সিনিঃযুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক আঃগফুর,নলতা ইউনিয়ন কৃষক দলের সিনিঃযুগ্ন আহ্বায়ক মাষ্টার শাহীনুর,যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান,কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের জাকির হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের ওমর ফারুক, সোহাগ, ইদ্রিস, নয়ন,সালমান,ফিরোজ, সুব্রত,ওলি, ওসমান, হাবিকুল,রমজান,গোলাম, মনিরুল,মঈন প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের ভিতর দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছেন। এখনও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং দেশের ভিতরে বিভিন্ন স্থানে নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা করছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      