• ঢাকা বুধবার
    ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্তের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন হাতে পেল বিসিবি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৯:১২ এএম

বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্তের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন হাতে পেল বিসিবি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন মঙ্গলবার বিসিবির কাছে জমা দিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। এর আগে গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার। কমিটির অপর দুই সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালী ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। এতে আইনগত প্রস্তাব, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইগুলোর মেনে চলার ব্যবস্থা, খেলোয়াড়দের সুরক্ষা জোরদার, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা ও জনসংযোগ কাঠামো আরও শক্তিশালী করতে একটি বিস্তৃত পথরেখাও রয়েছে প্রতিবেদনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে আর কোনো মন্তব্য করবে না বিসিবি। তবে তাদের দেওয়া সুপারিশগুলো মাথায় রেখে প্রয়োজনীয় ক্ষেত্রে আরও তদন্ত করার কথা জানিয়েছে তারা।

এক্ষেত্রে আইসিসি দুর্নীতিবিরোধী আইনের ধারা মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্যও নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আর্কাইভ