• ঢাকা শুক্রবার
    ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

৭৫’র হত্যাকান্ডের পর মুজিবের ডান-বাম হস্তরাই দেশ পরিচালনা করেছিল - এসএম জিলানী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:২৯ পিএম

৭৫’র হত্যাকান্ডের পর মুজিবের ডান-বাম হস্তরাই দেশ পরিচালনা করেছিল -  এসএম জিলানী

ফরিদপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, আগস্ট হত্যাকাণ্ডের পর ৭৫ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলো তারা শেখ মুজিবেরই ডান হস্ত-বাম হস্ত ছিলো। আর শেখ মুজিবের মন্ত্রী-এমপিও ছিলো তারা। সেই সরকারের শপথও করিয়েছিলেন ওই শেখ হাসিনারই উপদেষ্টা এইচটি ইমাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের অম্বিকা হলে অনুষ্ঠিত ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী একথা বলেন। ফরিদপুর মহানগরের ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ৫ আগস্টের পরে দলে অনেক নতুনদের আগমন ঘটেছে। নতুনদের স্বাগত জানাই। কিন্তু  তাদের ভিড়ে যেন পরীক্ষিতরা হারিয়ে না যায়।  যারা আমাদের মিছিল মিটিং করতে দেয় নাই, যারা আমাদের সভা-সমাবেশে হামলা চালিয়েছিল, তারা যেন কোনভাবেই স্থান না পায় এই দলে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কর্মীসভার ইয়াসিন আলী। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ