• ঢাকা মঙ্গলবার
    ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:১৩ পিএম

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

নীলফামারী প্রতিনিধি

পুরাতন দক্ষ শ্রমিকদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে  অনশন কর্মসূচী পালন করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকরা।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ থেকে দুপুর ১২ টা  পর্যন্ত রেলওয়ে কারখানার প্রধান ফটকের ওই কর্মসূচি পালন করা হয়। অনশনে অর্ধ শতাধিক কর্মচারী অংশ নেন।

অনশনে অংশগ্রনকারীরা বলেন, চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার কার্যক্রম। তারা বিকল্প অস্থায়ী নিয়োগপদ্ধতিতে টিএলআর (কাজ নেই, মজুরি নেই) শ্রমিক হিসেবে এ কারখানায় দীর্ঘদিন ধরে  কাজ করছেন। কারখানার উৎপাদনে তাদের ভুমিকা রয়েছে। অথচ অর্থের বিনিময়ে নিয়োগবানিজ্যে মাধ্যমে তাদের বাদ নতুন লোক নিয়োগ করছে। তাদের বহাল  নতুন  শ্রমিক নিয়োগের দাবি জানান তারা। তা না হলে বৃহত্তর আন্দোলনের  হুশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) মোস্তাফা জাকির হোসেনের সাথে মোবাইলে কথা বললে তিনি একটি মিটিংয়ে খুব ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে কলটি কেটে দেন। এদিকে অবিলম্বে ছাটাইকৃ দক্ষ শ্রমিকদের চাকরিতে বহাল না করলে লাগাতার কর্মসূচীর ডাক দিয়েছেন ছাটাইকৃতরা শ্রমিকরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ