• ঢাকা বৃহস্পতিবার
    ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে পানিতে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৫ পিএম

লালমনিরহাটে পানিতে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীতে ডুবে এরফান আলী নামের ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে শিশু এরফানের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী।

নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু এরফান শনিবার দুপুরের দিকে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খোজাখুজির এক পর্যায়ে রবিবার সকালে সদর উপজেলার কুলাঘাট ইউপির খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে এরফানের মরদেহ ভেসে উঠেছে বলে জানতে পারেন স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, আমিসহ আমাদের একটি দল ঘটনাস্থলে যাই। পরিবারটির কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ