• ঢাকা বৃহস্পতিবার
    ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৭:৪১ পিএম

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত বাদশা মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত বাদশা মিয়া উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এর আগে, গত ১২ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর উভয় পক্ষই সুন্দরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

জানা যায়, গত ১২ এপ্রিল রাতে ছাপড়হাটি ইউনিয়ন ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবুর ওষুধের দোকানের সামনে রাখা একটি বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে শফিকুল ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুর ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ও অপর সহ-সভাপতি মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন মিলে শফিকুলের ওপর হামলা চালান।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত বাদশা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া মৃত্যু হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ