
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৮:২৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে আন্দোলনে উত্তাল হয়ে পড়েছে ডোমার। এরই অংশ হিসেবে রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমুহ।
বেলা ১২ টায় উপজেলা বিএনপির কার্যালয় খেকে চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করে বিএনপি নেতা তুহিনের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সম্পাদক আখতারুজ্জামান সুমন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, পৌর যুবদল সদস্য সচিব শরিফুল ইসলাম পাপ্পু, শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক, জাসাস আহবায়ক মুকুল সওদাগড়, কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন হিরো ও জিয়া পরিষদ আহবায়ক তমিজ উদ্দিন এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।