প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:০৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শান্তি নিয়ে আসার চেষ্টা করব, এটাই এখন দরকার। অন্যান্য বার এই এলাকায় নৌকা আর ধানের শীষ মার্কা নিয়ে ছুটোছুটি করতে হয়েছে। এবার নৌকা নেই, পালিয়েছে। শেখ হাসিনা তাদের সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘুদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাদের (আওয়ামী লীগ সমর্থক) পাশে দাঁড়িয়েছি। আমরা হিন্দু ভাইদের পরিষ্কার বলেছি, আপনারা চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সাথে। যারা অন্যায় করেছে তাদের শুধু শাস্তি হবে। যারা অন্যায় করেনি তাদের শাস্তি হবে না। তাদের বুকের মধ্যে রাখব।’
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে সমর্থন করলে উন্নয়নের কাজগুলো করব।’
জোটের রাজনীতি ও দুর্নীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘২০০১ সালে জামায়াত বিএনপির সাথে জোটে থাকলেও বলা হচ্ছে বিএনপি দুর্নীতি করেছে। তাহলে ভাগ তো তারাও পেয়েছে।’
নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণসহ দেশ ও এলাকার সার্বিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এদিন তিনি আরও বেশ কয়েকটি গণসংযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।