• ঢাকা শনিবার
    ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৬:৪১ পিএম

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে নিজ বাড়িতে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা শরিফুল তার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। সেই মামলা দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ সকালেই আদালতে পাঠানো হয়েছে।

আর্কাইভ