• ঢাকা মঙ্গলবার
    ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বক্তব্য প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাহকে মাফ চাইতে বললো কুমিল্লা বিএনপি

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৮:৪৫ পিএম

বক্তব্য প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাহকে মাফ চাইতে বললো কুমিল্লা বিএনপি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় "বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে" বলে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর যে বক্তব্য দিয়েছেন, সেটি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জেলাটির বিএনপি নেতারা।

এক সপ্তাহের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে মি. আবদুল্লাহকে "কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না" বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি‍‍`র স্থানীয় নেতারা।

সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কুমিল্লার বিভাগীয় ও জেলার পর্যায়ের নেতারা।

"হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়," সংবাদ সম্মেলন বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘জুলাই সমাবেশে’ সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সেখানে ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থদাতারা এখনো অক্ষত রয়েছেন। আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি, তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, যেখানে আওয়ামী লীগের রাজনীতি পাশাপাশি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।"

তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিএনপি।

"হাসনাত আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেওয়া হবে না," লিখিত বক্তব্যে বলেন বিএনপি নেতা মি. ভূঁইয়া।

আর্কাইভ