
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৮:২৬ পিএম
সরকার কতৃক ঔষুধের দাম নির্ধারনসহ চার দফা দাবীতে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা ডোমারে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ডোমার উপশাখার আয়োজনে ডোমার রেলঘুন্টি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সরকারী ভাবে ঔষুধের মুল্য নির্ধারন, কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করার দাবী জানান। তারা বলেন এই চারটি দাবি মানা না হলে শহরের সকল ঔষধের দোকান বন্ধ রাখা হবে। তারা বলেন একেক কোম্পানির ঔষুধের দাম একেক রকম হওয়ায় প্রতিদিনেই ক্রেতাদের সাথে বাক-বিতন্ডা লেগেই থাকে। তাই সরকারীভাবে ঔষুধের মুল্য নির্ধারন হলে সেই সমস্যা থেকে ক্রেতা-বিক্রেতা সকলেই রেহাই পাবে।
মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ডোমার উপ শাখার (বিসিডিএস) সভাপতি আলহাজ্ব হামিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মানু হোসেন, রিমু, আনজারুল ইসলাম, কামরুল ইসলাম ও মনসুর আলী প্রমুখ।