
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১০:২৩ এএম
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী পাবনা এক্সপ্রেস নামের বাসটি আনালিয়া বাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, বাস চালকের বেপরোয়া গতি ও অসতর্কতার কারনেই এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে।