
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৮:১৪ পিএম
বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ধিক্কার ও নিন্দা জানানো হয়েছে। পুলিশ ও আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যারা আটক হয়েছে। এ হামলায় জড়িত সবাইকে বিচারের ও শাস্তির আওতায় আনা হবে। জুলাই আন্দোলনে এখনো যাদের নামে মামলা আছে, সেগুলো দ্রুত তুলে নেয়ার কথা জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল।
বুধবার বিকেলে (১৬ জুলাই) ঢাকা ফেরার উদ্দেশ্যে সৈয়দপুর বিমাবন্দর প্রবেশের আগে অবরোধের মুখে পড়ে এসব কথা বলেন। এসসিপি নেতা-কর্মীরা বিমানববন্দরের সামনের সড়কে এ অবরোধ করে।
রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হয়েছিলো। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ জনগণ কর্তৃক প্রত্যাখান সেটি হয়েছে। এখন বিচারিক বিষয়টি বিচার বিভাগ বলবে।
তিনি উল্লেখ করে বলেন, আমরা যখন ক্ষমতা নিলাম তখন কোনো কিছু আমাদের সাথে ছিলো না। গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের যদি কোনো গাফলতি থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ছেড়ে দেয় নেতা কর্মীরা। বহরে আরো দুজন উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা ড রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অলোচনা সভায় যোগ দিতে আসেন। পরে একই গাড়িতে সৈয়দপুর বিমানবন্দরে আসলে ওই ঘটনা ঘটে।