
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৫২ এএম
চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসাছাত্রদের ওপর হামলা করেছে পৌর এলাকার আহলে সুন্নত সমর্থিত রঙ্গিপাড়ার স্থানীয়রা। এতে দেড়শ মাদরাসাছাত্র আহত হয়েছেন। থমথমে পরিস্থিতি বিরাজ করছে হাটহাজারী এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) এশার নামাজের পর মাদরাসাছাত্ররা রাস্তায় মিছিল নিয়ে বের হলে আহলে সুন্নত সমর্থিত রঙ্গিপাড়ার স্থানীয়রা তাদের ওপর ইট-পাথর দিয়ে হামলা চালায়।
জানা গেছে, হামলায় দেড়শ মাদরাসাছাত্র আহত হয়েছেন। আহত দশজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনের অব্স্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছে মাদরাসারছাত্ররা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অপরদিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়।
এতে বলা হয়, আমি মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী, চট্টগ্রাম আমার উপর অর্পিত ক্ষমতাবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এবং তৎসংলগ্ন এলাকায় অদ্য ০৬.০৯.২০২৫খ্রি, রাত ১০:০০টা হতে আগামীকাল ০৭.০৯.২০২৫খ্রি, বিকাল ০৩.০০ পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করলাম।
আদেশে আরও বলা হয়, উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।
এর আগে নিজের ফেসবুক পেজে উসকানিমূলক পোস্ট দিলে উত্তেজনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ।