
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৮:০০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিদের গ্রেপ্তার ও আওয়ামী ফ্যাসিস্ট পুনর্বাসন করা অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রদল। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সাজিদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না;’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রোকন উদ্দিনসহ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল নেমানসহ ছাত্রদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা সাজিদ হত্যার খুনিদের গ্রেপ্তারসহ নিয়োগ বাণিজ্য বন্ধ, আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন বন্ধ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘কিছু দিন আগে প্রমোশন বোর্ড হয়েছে। সেখানে সমস্ত আওয়ামী লীগকে প্রমোশন দিয়ে পুনর্বাসন করা হয়েছে। তাহলে ভিসির কাজ কী আওয়ামী পুনর্বাসন করা? এটা করার জন্যই কি আমরা তাকে ৫ই আগস্টের পর ভিসি বানিয়েছি?’
এছাড়াও তিনি বলেন, ‘সাজিদ হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। খুনিরা যেই দলের বা মতের হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কারণ, অপরাধীরা কোনো দলের বা মতের হতে পারে না। অপরাধীর অবস্থান সে অপরাধী।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো একটি অবস্থায় আছে। নেতানিয়াহু তার জবান ঠিক রাখে না। সে যখন তখন গাজার সঙ্গে যুদ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমার নেতানিয়াহুর প্রশাসনের মতো মনে হয়েছে। তার (নেতানিয়াহু) যেমন নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী, চীনের শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো শক্তিশালী বাহিনী আছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহর চারপাশে এরকম শক্তিশালী মহামানব। আর আওয়ামী লীগের পুনর্বাসন করা এই নিয়োগ বোর্ড বাতিল করতে হবে।’
প্রসঙ্গত, ছাত্রদল সাজিদ হত্যার খুনিদের গ্রেপ্তারের জন্য কার্যকর পদক্ষেপ ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করা নিয়োগ বোর্ড বাতিলে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেয়।