• ঢাকা বুধবার
    ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে - শামা ওবায়েদ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৮:৪১ পিএম

বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে - শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরকান্দার লস্করদিয়ার ওবায়েদ চত্বরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, "বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব।"

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে নগরকান্দা ও সালথা উপজেলায় কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ছানোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন এবং সাবেক পৌর যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ রহমান প্রমুখ।


 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ