• ঢাকা রবিবার
    ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সাতক্ষীরা-০২ আসনে চিশতীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:১২ পিএম

সাতক্ষীরা-০২ আসনে চিশতীর মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-০২ আসনে পৌর মেয়র মো. তাজকিন আহমেদ চিশতীকে মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের সংগীতা মোড় থেকে শতশত নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গুরুত্বপূর্ণ এক মোড়ে সমাবেশে মিলিত হন তারা।

সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মো. তাজকিন আহমেদ চিশতী শুধু জনপ্রিয় নেতা নন, তিনি একজন ত্যাগী সংগঠক ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বারবার কারাবরণ করা এই নেতার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং আস্থা দীর্ঘদিনের। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা-০২ আসনের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চিশতীর মতো যোগ্য, সাহসী ও পরিষ্কার ভাবমূর্তির নেতার বিকল্প নেই।

বক্তারা কেন্দ্রের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও দাবি বিবেচনায় নিয়ে আসন্ন নির্বাচনে মো. তাজকিন আহমেদ চিশতীকে মনোনয়ন প্রদান করা জরুরি। তার মনোনয়নই আসনের জনসাধারণের প্রত্যাশার প্রতিফলন হবে বলে তারা উল্লেখ করেন।

সমাবেশে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে, সাতক্ষীরা-০২ আসনে তাজকিন আহমেদ চিশতীই জনগণের পছন্দের নেতা—যাকে তারা আবারো জাতীয় নির্বাচনে দেখতে চান।

আর্কাইভ