প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০৭ পিএম
বগুড়ায় শাজাহানপুর উপজেলায় বাড়ি থেকে দুই ছেলেমেয়ের গলা কাটা ও তাদের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) এবং তার দুই সন্তান সাইফা (০৪) ও সাইফ (০২)।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ‘হত্যার পর’ ওই নারী ‘আত্মহত্যা’ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই নারীর স্বামী শাহাদত হোসেনকে৷
জানা গেছে, শাহাদত হোসেন একটি বাহিনীর সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া বটি দিয়ে তার দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এসময় তার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়া নিহত তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।