• ঢাকা শুক্রবার
    ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

পটুয়াখালী বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:২৫ পিএম

পটুয়াখালী বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌর শহরে অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল সহজ করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন সড়কে একটি অটো রিকশা সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে।

শুক্রবার সকালে বাউফল হসপিটালের সামনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ সেবার সূচনা করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। এসময় পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন,

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রী সেবা চালু করেছি। বাউফলের অসহায় ও দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে ভোগান্তিতে পড়েন। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সামনে আরও কয়েকটি অটো সেবায় যুক্ত করা হবে এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালুর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন,

রাজনীতির লক্ষ্য মানুষের সেবা করা। আমাদের নেত্রী সবসময় মানবিক কাজে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রদল মানুষের পাশে রয়েছে এবং থাকবে।

স্থানীয় সাধারণ মানুষের মতে, এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এ সেবায় উপকৃত হবেন বলে তারা জানান।

সেবা চালুর পর থেকেই অনেকে বিনামূল্যের অটো ব্যবহার করে গন্তব্যে পৌছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাউফল পৌর ছাত্রদলের এই মানবিক উদ্যোগ ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

উদ্যোগের সঙ্গে থাকা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন,

যেখানে মানুষের কষ্ট—সেখানে ছাত্রদল। আমরা চাই বাউফলের মানুষ একটু হলেও স্বস্তি পাক।


 

আর্কাইভ