• ঢাকা শুক্রবার
    ০৫ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের জন্য দোয়া মাহফিল

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৩২ পিএম

পঞ্চগড়ে  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের জন্য দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিনিধি

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে পঞ্চগড় চেম্বার্স অফ কমার্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়রর্স অফ জুলাই, পঞ্চগড়। সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় ২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ক্বারী আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা আয়োজক সংগঠনের সদস্য সচিব মিঠুন ইসলাম। সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

আর্কাইভ