• ঢাকা সোমবার
    ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

জাসদ কেন্দ্রীয় নেতাকে এনসিপি’র আহ্বায়ক, সদস্য সচিবের পদত্যাগ

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৬ পিএম

জাসদ কেন্দ্রীয় নেতাকে এনসিপি’র আহ্বায়ক, সদস্য সচিবের পদত্যাগ

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সম্প্রতি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এতে অসন্তুষ্টি প্রকাশ করে জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মাহমুদ তার পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এনসিপির গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। এতে জাসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক এবং মাওলানা শাহ মাহমুদকে সদস্য সচিব হিসেবে ৫২ সদস্য বিশিষ্ঠ জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়।

তবে এই কমিটিতে আহ্বায়ক মনোনীত হওয়ায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষুব্ধ হন। একপর্যায়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এনসিপি জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

বিদ্যমান পরিস্থিতিতে মাওলানা শাহ মাহমুদ তার পদ থেকে পদত্যাগের জন্য কেন্দ্রীয় কমিটিতে আবেদন করেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি কিছুদিন পূর্বে গাইবান্ধা জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। দলের প্রতি আন্তরিকতা ও আদর্শিক অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ চলমান রেখেছি। আমি দায়িত্ব নেবার পরেই দলের পরিচিতি সভা করেছি। জুলাই-অগাস্টে আহত ভাই-বোনদের খোঁজ খবর নিচ্ছি, যাচ্ছি শহীদ পরিবারের পাশে। ব্যক্তিগত দায়বদ্ধতার পাশাপাশি আমি সাংগঠনিক কাজ এগিয়ে নিয়েছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ পরিবেশে যে পরিবর্তন লক্ষ্য করছি, তা আমার ব্যক্তিগত নীতি, গণতান্ত্রিক বিশ্বাস ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অগণতান্ত্রিক সিদ্ধান্ত মোতাবেক ৭ দিনের ভিতরে বিনা নোটিশে পুনরায় কমিটি দিয়ে সংশোধিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব মনোনীত করছেন। কিন্তু যাকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে, তিনি আওয়ামীপন্থি ১৪ দলের সক্রিয় নেতা, হাসানুল হক ইনুর খাস অনুসারী। গত মাসেও তিনি তার সাংগঠনিক কাজ করেছেন। হঠাৎ কিভাবে জাতীয় নাগরিক পার্টিতে পূর্ণবাসিত হলো, আমরা বুঝতে পারছি না। ফ্যাসিবাদের দোসরকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা জেলায় নেতৃত্ব দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। জুলাই-অগাস্ট পরিপন্থী ক

মাওলানা শাহ মাহমুদ বলেন, ‘শনিবার (৬ ডিসেম্বর) এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক-সদস্য সচিবের বরাবরে পদত্যাগের আবেদন করেছি। ফ্যাসিবাদী শক্তি জাতীয় নাগরিক পার্টিতে পূর্ণবাসিত হওয়াকে জুলাইয়ে শহীদ ও আহতদের সঙ্গে গাদ্দারি করার সমান মনে করি। সমান আমার সেই জুলাই-অগাস্টের উপস্থিত ছাত্র-জনতার সঙ্গে। এসব কারণে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হয়ে উঠেছে। তাই গভীর বিবেচনা ও সমালোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ