• ঢাকা মঙ্গলবার
    ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৪:১২ পিএম

পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। ২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পিইসি জেএসসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যযাক্রমে প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।

নূর/এএমকে

আর্কাইভ