• ঢাকা বুধবার
    ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহী বোর্ডে পাসে রেকর্ড

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:২৯ পিএম

রাজশাহী বোর্ডে পাসে রেকর্ড

রাজশাহী ব্যুরো

রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গেল চার বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বছর পাস করেছে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী। জিপিএ  পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ২০২১ সালের এসএসসি পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়। করোনা পরিস্থিতির কারণে এবারও স্কুলগুলোতে ছিল না কোনো ধরনের হইচই বা আনন্দউল্লাস।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এবার পাসের হার জিপিএ ৫-এর দিক থেকে এগিয়ে মেয়েরা। এবার জিপিএ  পেয়েছে ১৪ হাজার ৭৩৯ জন ছাত্রী। আর জিপিএ  পাওয়া ছাত্রদের সংখ্যা ১২ হাজার ৯৭০ জন। এবার শতভাগ পাস করেছে ৩৯৮টি স্কুলের পরীক্ষার্থীরা।

বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ হাজার ৭৯৭ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী।

রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিকল্প পদ্ধতিতে ক্লাস চালু করে সরকার। ফলে ঘরে বসেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল পরীক্ষার্থীরা। আর তাতেই করোনার মধ্যেও বেশ সাফল্য এসেছে।

এসএসসি পরীক্ষায় ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ছিল ৮৬ দশমিক শতাংশ এবং ২০১৮ সালে পাস করে ৯০ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী।

নূর/এম. জামান

আর্কাইভ